কিন্তু ব্যাচেলর জীবন থেকে দুটি মানুষ হওয়ার যে প্রসেস, তার মধ্যে অনেককিছু হারাতে হতে পারে। আগে সেসব টের না পেলেও, পরে কিন্তু হারিয়ে যাওয়া “আমি”টাকে মিস করা শুরু করতে পারেন। তাই নিজেকে আগেভাগে বুঝিয়ে এগিয়ে চলা উচিত। যা হারাবেই, তার জন্য আগে থেকেই নিজের মনকে প্রস্তুত করা উচিত।
হারিয়ে যাবে নিজের প্রতি অধিকার
– মূলত এই কারণটার জন্যই অধিকাংশ পুরুষ সম্পর্কে জড়াতে চায় না। সে চায় না কোনও নারী তার জীবনের সবকিছু নির্ধারণ করুক।
– মূলত এই কারণটার জন্যই অধিকাংশ পুরুষ সম্পর্কে জড়াতে চায় না। সে চায় না কোনও নারী তার জীবনের সবকিছু নির্ধারণ করুক।
হারিয়ে যাবে বান্ধবীরা
– কোনও পুরুষ যেমন প্রেমিকার পুরুষ বন্ধুদের অতিরিক্ত আধিপত্য সহ্য করতে পারে না। তেমনই কোনও প্রেমিকাও কিন্তু চাইবে না তার প্রেমিকের এক বা একাধিক মহিলা বন্ধু থাকুক। সুতরাং, প্রেমের সম্পর্কে পদার্পণ করার আগে নিজের মনকে ভালো করে বুঝিয়ে নেওয়া দরকার, যে এবার বান্ধবীদের আলবিদা জানাতে হবে। তবে প্রেমিকা যদি মুক্তমনা হন, ছাড় পেলেও পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে।
– কোনও পুরুষ যেমন প্রেমিকার পুরুষ বন্ধুদের অতিরিক্ত আধিপত্য সহ্য করতে পারে না। তেমনই কোনও প্রেমিকাও কিন্তু চাইবে না তার প্রেমিকের এক বা একাধিক মহিলা বন্ধু থাকুক। সুতরাং, প্রেমের সম্পর্কে পদার্পণ করার আগে নিজের মনকে ভালো করে বুঝিয়ে নেওয়া দরকার, যে এবার বান্ধবীদের আলবিদা জানাতে হবে। তবে প্রেমিকা যদি মুক্তমনা হন, ছাড় পেলেও পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে।
হারিয়ে যাবে স্পেস
– ব্যাচেলর থাকাকালীন যে সময় যে কাজ করতেন, সেই একান্ত নিজস্ব সময়টি কিন্তু হাতছাড়া হতে পারে। ধরুন, দিনের একটা নির্দিষ্ট সময় আপনি নিজেকে দিতেন। নিজের মতো করে সময়টা কাটাতেন। কিন্তু প্রেমিকা জীবনে এলে ওই স্পেসটা ছাড়তে হতে পারে। প্রেমিকা চাইতেই পারেন, আপনি ওই সময়টাও তাঁর সঙ্গে ফোনালাপে মেতে উঠুন। তা ছাড়াও, নিজের ই-মেল অ্যাকাউন্ট, সোশাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টে একার আধিপত্য হারাতে পারেন আপনি। সেখানেও ভাগ বসাতে চাইতে পারেন আপনার প্রেমিকা। এড়িয়ে যাওয়া কঠিন হবে তখন।
– ব্যাচেলর থাকাকালীন যে সময় যে কাজ করতেন, সেই একান্ত নিজস্ব সময়টি কিন্তু হাতছাড়া হতে পারে। ধরুন, দিনের একটা নির্দিষ্ট সময় আপনি নিজেকে দিতেন। নিজের মতো করে সময়টা কাটাতেন। কিন্তু প্রেমিকা জীবনে এলে ওই স্পেসটা ছাড়তে হতে পারে। প্রেমিকা চাইতেই পারেন, আপনি ওই সময়টাও তাঁর সঙ্গে ফোনালাপে মেতে উঠুন। তা ছাড়াও, নিজের ই-মেল অ্যাকাউন্ট, সোশাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টে একার আধিপত্য হারাতে পারেন আপনি। সেখানেও ভাগ বসাতে চাইতে পারেন আপনার প্রেমিকা। এড়িয়ে যাওয়া কঠিন হবে তখন।
হারিয়ে যাবে বেপরোয়া মানসিকতা
– প্রেমিকা কী ভাবলেন, কী ভাবলেন না – এসব কথা মাথায় ঘুরপাক খাবে। যেসব ব্যাপারে একসময় আপনি বেপরোয়া ছিলেন, পাত্তা দিতেন না, অনেকবেশি কুল থাকতেন, সেই বিন্দাস আপনি এবার পালটে যেতে চলেছেন।
– প্রেমিকা কী ভাবলেন, কী ভাবলেন না – এসব কথা মাথায় ঘুরপাক খাবে। যেসব ব্যাপারে একসময় আপনি বেপরোয়া ছিলেন, পাত্তা দিতেন না, অনেকবেশি কুল থাকতেন, সেই বিন্দাস আপনি এবার পালটে যেতে চলেছেন।
No comments:
Post a Comment