বন্ধু।।
'বন্ধু' শব্দ অনেক বড়ো,
বন্ধু মানে মা।
বন্ধু মানে বাবা ও ছেলে,
(বড়ো হলি!!) কিন্তু বাবা
আমায় ছেড়ে যাস না।।
বন্ধু হয়ে ভাই-বোনের সাথে
খেলতে খেলতে বড়ো হওয়া,
বন্ধু হলেই দাদা-দিদির কাছে
'pocket-money' চাওয়া।
বন্ধু পাবে ইস্কুলেতে
টিফিন নিয়ে কাড়াকাড়ি,
খেলতে গিয়ে হেরে গেলেই-
'যা তোদের সাথে আড়ি।'
কলেজে এসে বন্ধু হলো একরাশ-
নতুন ছেলে-মেয়ে
প্রেমের জোয়ার দিচ্ছে উথাল
নতুন 'বন্ধু' পেয়ে।
এবার বন্ধু ভিন্ন স্বাদের
স্বার্থপরের মতোন,
কাড়াকাড়ি,ছাড়াছাড়ি
হচ্ছে যখন তখন।
এবার জীবন অন্যখাতে
অন্যরকম স্বাদে,
সংসারেরই একই ছন্দে চলছে বয়ে-
'বন্ধু' শব্দ বাদে।
কিন্তু,জীবনসাথী বন্ধু হলে
সহয হবে চলা,
মনের কথা জেনেই নেবে
নাই বা হলো বলা।
বর্তমানে বন্ধু মানে
শুধুই চওয়া-পাওয়া,
কি পেলাম আর কি দিলাম
তার হিসেব বুঝে নেওয়া।
পুরোনো বন্ধু যা পেয়েছো
হারাতে দিওনা তাদের,
আর হবেনা,আর পাবেনা
'বন্ধু' বলি যাদের।
'বন্ধু' শব্দ অনেক বড়ো,
বন্ধু মানে মা।
বন্ধু মানে বাবা ও ছেলে,
(বড়ো হলি!!) কিন্তু বাবা
আমায় ছেড়ে যাস না।।
বন্ধু হয়ে ভাই-বোনের সাথে
খেলতে খেলতে বড়ো হওয়া,
বন্ধু হলেই দাদা-দিদির কাছে
'pocket-money' চাওয়া।
বন্ধু পাবে ইস্কুলেতে
টিফিন নিয়ে কাড়াকাড়ি,
খেলতে গিয়ে হেরে গেলেই-
'যা তোদের সাথে আড়ি।'
কলেজে এসে বন্ধু হলো একরাশ-
নতুন ছেলে-মেয়ে
প্রেমের জোয়ার দিচ্ছে উথাল
নতুন 'বন্ধু' পেয়ে।
এবার বন্ধু ভিন্ন স্বাদের
স্বার্থপরের মতোন,
কাড়াকাড়ি,ছাড়াছাড়ি
হচ্ছে যখন তখন।
এবার জীবন অন্যখাতে
অন্যরকম স্বাদে,
সংসারেরই একই ছন্দে চলছে বয়ে-
'বন্ধু' শব্দ বাদে।
কিন্তু,জীবনসাথী বন্ধু হলে
সহয হবে চলা,
মনের কথা জেনেই নেবে
নাই বা হলো বলা।
বর্তমানে বন্ধু মানে
শুধুই চওয়া-পাওয়া,
কি পেলাম আর কি দিলাম
তার হিসেব বুঝে নেওয়া।
পুরোনো বন্ধু যা পেয়েছো
হারাতে দিওনা তাদের,
আর হবেনা,আর পাবেনা
'বন্ধু' বলি যাদের।
No comments:
Post a Comment