পাশের পাড়ার সেই মেয়েটি
দেখতে লাগে বেশ,
বলতে গেলে রূপের কথা
হবে না বুঝি শেষ।
চেহাড়াটা মধু মাখা তার
ঠোটে হাসির ঝলক,
আমি তার প্রেমে পড়ি
দেখিলে এক ঝলক।
চলনে বলনে হৃদয় ভরে
কথা মায়ায় ভরা,
তারে নিয়ে দেখি আমি
সুখের জীবন গড়া।
তারে যে আমি ভালোবাসি
তারে শুধু চাই,
তারে পাইলে এই জীবনে
চাওয়ার কিছু নাই।
তারে আমি আপন করে
আনবো আমার ঘরে,
তারে যদি না পাই শোন
যাবো আমি মরে।
সে যদি চায় মরেই যাই
তারে ভালো বেসে,
সত্যি সত্যি মরে যাবো
প্রাণের সুখে হেসে।
মরলে কালে যতন করে
দিও আমায় কবর,
ভুল করেও কেউ কোন দিন
দিওনা তারে খবর।
হয়তো সে আমায় ভেবে
ব্যাথা পাবে বুকে,
তবু নিত্য রাতে স্বপ্নে এসে
থাকবো আমি সুখে।
দেখতে লাগে বেশ,
বলতে গেলে রূপের কথা
হবে না বুঝি শেষ।
চেহাড়াটা মধু মাখা তার
ঠোটে হাসির ঝলক,
আমি তার প্রেমে পড়ি
দেখিলে এক ঝলক।
চলনে বলনে হৃদয় ভরে
কথা মায়ায় ভরা,
তারে নিয়ে দেখি আমি
সুখের জীবন গড়া।
তারে যে আমি ভালোবাসি
তারে শুধু চাই,
তারে পাইলে এই জীবনে
চাওয়ার কিছু নাই।
তারে আমি আপন করে
আনবো আমার ঘরে,
তারে যদি না পাই শোন
যাবো আমি মরে।
সে যদি চায় মরেই যাই
তারে ভালো বেসে,
সত্যি সত্যি মরে যাবো
প্রাণের সুখে হেসে।
মরলে কালে যতন করে
দিও আমায় কবর,
ভুল করেও কেউ কোন দিন
দিওনা তারে খবর।
হয়তো সে আমায় ভেবে
ব্যাথা পাবে বুকে,
তবু নিত্য রাতে স্বপ্নে এসে
থাকবো আমি সুখে।
No comments:
Post a Comment