Pages

Monday, February 1, 2016

Microsoft Word 2007 এ দুই মিনিটে তৈরী করুন Cover page Design (নতুনদের জন্য)

————————– بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————– সবাইকে সালাম দিয়ে শুরু করছি আমার ৪র্থ তম টিউনে। আজ আমি জানাবো কি ভাবে Adobe Photoshop বা Adobe illustrator ছাড়াই Office 2007 এ  সুন্দর সুন্দর Cover page তৈরী করা যায়। আমরা যে কভার পেজটি তৈরী করবো তার ছবিটি দেখে নিই।
coverpage
তাহলে চলুন শুরু করা যাক

পদ্ধতিসমূহ

প্রথমে  Office Word 2007 এ একটি পেজ Open করি। তারপর Menu বার থেকে Insert এ ক্লিক করি তার পর ঠিক বাম পাশে কভার পেজে এ ক্লিক করে যে কোন একটি ডিজাইন নির্বাচন করি। ছবিটি দেখে নেই
Image-2
তাহলে আমরা আমাদের কভারপেজ ডিজাইনটি পেয়ে যাবো। এপর ইচ্ছেমত টেক্সগুলো ইডিট করে নেই। যে রকম আমার পেজে প্রতিটি লেখাই ইডিট করা আছে। এছাড়াও আপনি চাইলে ছবিগুলোই বা সেপ গুলো পরিবর্তন করতে পারবেন। তার পর যে কোন নামে সেভ দিন।

No comments:

Post a Comment