Pages

Monday, February 1, 2016

আপনার পেনড্রাইভটি কি U3 ? না হলে চলুন একে U3 এর মতো তৈরী করি

আপনার পেনড্রাইভটি কি U3 ? না হলে চলুন একে U3 এর মতো তৈরী করি

আজকাল কম বেশী সবার কাছে Pen Drive থাকে চলুন সেটাকে কাজে লাগাই ipod বা Mp3 Player হলেও চলবে । যাদের কাছে U3 Pen Drive আছে তাদের কিছু বলার সাহস আমার নাই আর যাদের আমার মতো Normal Pen Drive তাদের জন্য আমার এই টিউন । আপনার প্রিয় কিছু প্রোগ্রামকে Pen Drive এ ভরে রাখুন আর যখন আমার মতো এই সমস্যায় পড়বেন ব্যাস Pen Drive টি USB Port এ ঢুকিয়ে দিন সমস্যা সমাধান , দেখবেন আপনার ব্রাউজারের Bookmarks, settings, email সব কিছুই আছে যেমনটি ছিল আপনার নিজের কম্পিউটারে । Pen Drive টি যখন USB Port এ ঢুকাবেন দেখবেন Task bar এ একটি নতুন Lunched pad এর আর্বিভাব ঘটেছে এটির ব্যাবহার আপনারা নিজরোই করতে পারবেন ।আর আমার মনে হয় অনেকেই এটি ব্যাবহার করেন তবুও যদি একজনের কাজে লাগে তবে টিউনটি সার্থক হবে ।
pendrive.jpg

No comments:

Post a Comment