Pages

Saturday, October 29, 2016

আমি তোমাকে ভালোবাসি

মাথার উপরে আকাশ।
আকাশের নিচে মাটি। মাটিতে আছে গাছ।
গাছে আছে ফূল। ফুলের আছে নীল। নীল মানে তুমি।
তোমাকে আমি ভালোবাসি। আকাশ আমি ভালোবাসি।
আমি ভালোবাসি গাছ-ফুল-নীল...
আমি আসলে তোমাকেই ভালোবাসি।
তুমিই তো আকাশ,
মাটি,
গাছ,
ফুল,
নীল,
আমার নীল বালিকা। আমার অকৃত্রিম ভালোবাসা। তুমি সময়। তুমি রাত। দিনও। তুমি ঝড়। তুফান। সিডর। সাইক্লোন। হারিকেন। কুপি... কুপি? হ্যাঁ, কুপি। বাতী। চার্জলাইট। লাইটার। তুমি বই। খাতা। কলম। পেন্সিল। তুমি মার্কারও। তুমি জোয়ার। ভাটা। কাদা। জল। মেঘ। বৃষ্টি। শিলা। শ্রাবণ। চৈত্র।
তুমি ঢেউ- আমি ভাসবো।
তুমি ঠোট- আমি হাসবো।
তুমি চোখ- আমি কাঁদবো।
তুমি ঘর- আমি বাঁধবো।
তুমি কোমর- আমি নাচবো।
তুমি বাতাস- আমি বাঁচবো।
তুমি ছবি- আমি দেখবো।
তুমি কবিতা- আমি লেখবো।
তুমি জান- তোমাকে আমি ভালোবাসি...

No comments:

Post a Comment