Pages

Tuesday, October 31, 2017

আলেমদের আশ্চর্য কিছু বাস্তব গুন...😒

*আলেমরা কখনো নেশা করে না।
* কোন আলেম যৌতুক নিয়ে বিয়ে করে না।
*আলেমদের কখনও ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয় না।
*আলেমদের দাম্পত্য জীবন সবচেয়ে সুখের।
 * প্রথম প্রথম অতি আধুনিক কোন কোন মেয়ে, আলেম দেখে নাক সিঁটকালেও আলেমদের সাথে বিয়ে হলে বিয়ের পরে তারা নিজেদের সৌভাগ্যবতী ভাবে!
* বাংলাদেশের লাল দালানগুলোতে
কোন সামাজিক অপরাধের কারণে
আলেমদের ঢুকতে হয়না।
* কোন আলেম কখনো আত্মহত্যা করেনি।
* কোন আলেম অনাহারে দিন কাঁটায়
না।
* কোন আলেম নারী নির্যাতনের মামলায়
জড়িত নয়।
* আধুনিকরা যতই তাদেরকে ঘৃণা করুক না
কেন..?

★জন্ম, মৃত্যু, বিয়ের সময় তাদেরই শরণাপন্ন হতেই
হয়..!!

এই আলেমরা পৃথিবীর
সবচেয়ে সম্মানিত
মানুষ।।

Collected by FB

Monday, October 30, 2017

ওযু করার সময় যে চার টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে।

ওযুর চার ফরয :

১. সমস্ত মুখমন্ডল কপালের উপরিভাগের চুলের গোড়া হইতে থুতনী পর্যন্ত, এক কর্নের লতি থেকে অন্য কর্নের লতি পর্যন্ত ধৌত করা।
২.উভয় হাত কনুইসহ ধৌত করা।
৩.চারভাগের একভাগ মাথা মাসেহ করা ( ঘন দাঁড়ি থাকিলে আঙ্গুলী দ্বারা খেলাল করা ফরয )।
৪.উভয় পা টাখনু গিরা সহকারে ধৌত করা ।
                                               #অযুর_দোয়া 
বাংলা উচ্চারণঃ ( আলহামদুলিল্লাহি আলা দ্বীন-ই ইসলাম, আলইসলামু-হাক্কু, ওল কুফরে বাতীলুন, ওল ইসলামু নূরুন, ওল কুফরে জুল্বমাত )

ওযুর ১৪টি সুন্নাত

১.নিয়ত করা।২.বিসমিল্লাহ্‌ বলে ওযু শুরু করা।।৩.হাতের আঙ্গুল খিলাল করা।।৪.উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা।।৫.মিসওয়াক করা।।৬.তিনবার কুলি করা।।৭.তিনবার নাকে পানি দেয়া।।৮.সম্পূর্ন মুখ মন্ডল তিনবার ধৌত করা।।৯.উভয় হাতের কনুইসহ তিনবার ধৌত করা।।১০.সমস্ত মাথা একবার মাসেহ করা।।১১.টাখনু সহ উভয় পা তিবার ধৌত করা।।১২.পায়ের আঙ্গুল খিলাল করা।।১৩.এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা।।১৪.ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কাজ গুলো সম্পূর্ন করা।

Sunday, October 29, 2017

একনজরে জনক


বিভিন্ন বিষয়ের জনকঃ
*বাংলা গদ্যের জনক –ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
*বাংলা উপন্যাসের জনক –বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
*বাংলা সনেটের জনক – মাইকেল মধুসুধন দত্ত
*আধুনিক বাংলা নাটকের জনক –মাইকেল মধুসুধন দত্ত
*বাংলা ছোট গল্প ,গদ্যছন্দ , মুক্তক ছন্দের জনক –রবীন্দ্রনাথ ঠাকুর
*ইংরেজি উপন্যাসের জনক –হেনরি ফিল্ডিং
*ইংরেজি গদ্যের জনক –ফ্রান্সিস বেকন
*আধুনিক ইংরেজি কবিতার জনক –জিওফ্রে সসার
*আধুনিক ইংরেজি সাহিত্যের জনক –জর্জ বার্নার্ড শ
*সনেটের জনক –পেত্রাক
*রুশসাহিত্যের জনক –ম্যাক্সিম গোর্কি
*রুশ সনেটের জনক –আলেকজান্ডার পুশকিন
*পদার্থ বিজ্ঞানের জনক –আইজ্যাক নিউটন
*রসায়ন বিজ্ঞানের জনক –ইবনে হাইয়ান
*আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক –ল্যাভয়সিয়ে
*জীববিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান এর জনক –এরিস্টটল
*উদ্ভিদ বিজ্ঞানের জনক –থিওফ্রাসটাস
*বংশগতি বিদ্যার জনক –গ্রেগর জোহান মেন্ডেল
*জ্যামিতির জনক –ইউক্লিড
*পর্যায় সারনির জনক –মেন্ডেলিফ
*পারমানবিক বোমার জনক –ওপেন হাইমার
*তেজস্ক্রিয়তার জনক –হেনরি বেকরেল
*আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক –আলবার্ট আইনস্টাইন
*বীজগনিতের জনক –আল খারিজমি
*স্থিতি বিদ্যার জনক –আর্কিমিডিস
*গতি বিদ্যার জনক –গ্যালিলিও
*বিবর্তন বিদ্যার জনক –চার্লস রবার্ট ডারউইন
*রক্তসংবহন বিদ্যার জনক –উইলিয়াম হার্বে
*হাইড্রোজেন বোমার জনক –অ্যাডওয়ার্ড টেলর
*কম্পিউটারের জনক –চার্লস ব্যাবেজ
*ই মেইল এর জনক –রে টমলিনসন
*লেজার এর জনক –মেইম্যান
*এনিমেশনের জনক –ডিজনি
*www এর জনক –টিম বার্ণাস লি
*হোমিও শাস্ত্রের জনক –ড.স্যামুয়েল হ্যানিম্যান
*টেস্ট টিউব বেবির জনক –আর জে এডওয়ার্ড
*মনোবিজ্ঞানের জনক –উইলিয়াম উন্ড
*দর্শনের জনক –থেলিস
*রাষ্ট্রবিজ্ঞানের জনক –এরিস্টটল
*আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক –ম্যকিয়াভেলী
*গনতন্ত্রের জনক –এরিস্টটল
*আধুনিক গনতন্ত্রের জনক –জন লক
*আমলাতন্ত্রের জনক –ম্যাক্স ওয়েবার
*গ্লোবাল ভিলেজ ধারনার জনক কে –মার্শাল ম্যাকলুহান
*আধুনিক অর্থনীতির জনক –পল স্যামুয়েলসন
*অর্থনীতির জনক –এডাম স্মিথ
*ইসলামের ইতিহাসের জনক –আল মাসুদী
*ইতিহাসের জনক –হেরোডোটাস
*ভুগোলের জনক –ইরাটসথেনিস
*ব্যবস্থাপনার জনক –পিটার ড্রুকার
*আধুনিক ব্যবস্থাপনার জনক –লিলিয়ান মিলার গিলবার্থ
*বিজ্ঞানের জনক –থেলিস
*আধুনিক বিজ্ঞানের জনক –রজার বেকন
*জীবানু বিজ্ঞানের জনক- লিয়েনহুক
*অলিম্পিকের জনক –ব্যারন পিয়েরে দ্য কুবার্তে
*আধুনিক শিক্ষাব্যবস্থার জনক –লর্ড মেকলে
*সমাজ বিজ্ঞানের জনক –অগাস্ট কোত্
*সমাজ কর্মের জনক –জন অ্যাডামস
*কমিউনিজমের জনক –কার্ল মার্কস
*ফ্যাসিজমের জনক –মুসোলীনি

Collected.
Safaet

Saturday, October 28, 2017

বাস্তব থেকে নেওয়া!

১। অনেক ব্যথা লুকিয়ে থাকে এই কথায় ☞ "ঠিক
আছে,, its ok"
.
২। অনেক চাওয়া লুকিয়ে থাকে এই কথায় ☞ "থাক
লাগবে না ।"
.
৩। অনেক আবেদন লুকিয়ে থাকে এই কথায় ☞
"তোমার ইচ্ছা ।"
.
৪। অনেক জানা লুকিয়ে থাকে এই কথায় ☞ "আমি কিছু
জানি না ।"
.
৫। অনেক সাহায্য প্রার্থনা লুকিয়ে থাকে এই কথায় ☞
"আমার ক্ষতি হোক,
তাতে তোমার কি ?"
.
৬। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে এই কথায় ☞
"আমি তোমার কে ?"
.
৭। অনেক স্নেহ লুকিয়ে থাকে এই কথায় ☞ "তুই
ঘর থেকে এক্ষুন ই বের হয়ে যা ।"
.
৮। অনেক অভিমান লুকিয়ে থাকে এই কথায় ☞ "আমি
কিছু মনে করি নি ।"
.
৯। অনেক বাঁধা প্রদান লুকিয়ে থাকে এই কথায় ☞
"তোর যা মন চায়, কর গা ।"
.
১০। অনেক সাহায্য প্রদান লুকিয়ে থাকে এই কথায় ☞
"আমাকে কিছু বলতে আসবি না ।"

Collected.

Thursday, October 26, 2017

বাল

.........."বাল" শুধু একটা শব্দ না.....

বাল হচ্ছে কোটি কোটি মানুষের প্রতিবাদের অস্ত্র
(তুমি আমার বাল করতে পারবা)

বাল হচ্ছে কোটি কোটি মানুষের হতাশার প্রতিচ্ছবি
(বালের এক জীবন পাইসি)

বাল হচ্ছে তাচ্ছিল্যের বহিঃপ্রকাশ
(হাহ, আসছে আমার বাল)

বাল হচ্ছে ধন্যবাদের মাধুর্যতা
(বিড়ি আনসো 😱
যাক বাল, জীবনটা বাঁচাইলা)

বাল হচ্ছে ভাল এর বিকৃত লিখনী
(ভাই কেমন আছেন?
বাল আছি বাই)

বাল হচ্ছে প্রেরণার মন্ত্র
"কিচ্ছু হবে না বাল,
প্রপোজ কইরা দে..."

বাল হচ্ছে জেলাসি
"বালডা এতো নাম্বার পায় ক্যামনে???"

বাল হচ্ছে নস্টালজিয়ার মশলা
"বাল, কি দিন ছিল স্কুল লাইফে "

বাল হচ্ছে টান টান উত্তেজনা
"মাইয়াটারে দেখ... পুরাই মাথা নষ্ট বাল"

বাল হচ্ছে বন্ধুর ভালোবাসা
(বাল তুমি ফোন ধরোস না ক্যান??? কই মুখ ঢুকাইসোস???)

তাছাড়া বালের ফ্যান, বালের লাইট, বালের ফোন, বালের চার্জার, বালের খেলা, বালের খাওয়া, বালের দিন, বালের রাত, বালের কারেন্ট, বালের ফল, বালের টিভি, বালের ল্যাপটপ, বালের নেট, বালের সিম, বালের ওয়াইফাই, বালের কলম, বালের জুতা, বালের ড্রেস, বালের ঠান্ডা, বালের গরম, বালের গান, বালের ভালোবাসা ইত্যাদি তো আমাদের নিত্যদিনের অক্সিজেন...

আসলে প্রতিটা মানুষই কোন না কোনভাবে বাল এর মায়াজালে আবদ্ধ...

কোন বাল বলে যে বাল শব্দটা খারাপ???
বাল হচ্ছে একটা শিল্প...
বাল হচ্ছে এক শুদ্ধ অনুভূতি...
বাল হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম...

collected by HMI
posted by Joy