এখন আর নদীর গর্জন নেই-অরুণ কারফাএখন আর নদীর গর্জন নেইনেই ঢেউয়ের শুভ্র ফেনাএখন আছে শুধু কাশ ফুলের ঢেউঅতি সহজেই যায় যা চেনা।তার উপরে কালো মেঘ নেইনেই বিজলীর চমক ধমকসেখানে আছে সাদা সাদা মেঘউঁকি দেয় মাঝে সোনালী ঝলক।এখন আর শ্যামা ধান গাছ নেইআছে ধান শিষ সোনালী বর্ণেরমাথার উপর মেঘের ছায়া নেইআছে উজ্জ্বল রোদ স্বর্ণের।এখন যে অলি আর ঘরে নেইউড়ে বেড়াচ্ছে শিউলি বাগেবুলবুলি তার নীড়ে বসে নেইধান খেতে গেছে ভোরের আগে।
Friday, August 19, 2016
এখন আর নদীর গর্জন নেই-অরুণ কারফাএখন আর নদীর গর্জন নেইনেই ঢেউয়ের শুভ্র ফেনাএখন আছে শুধু কাশ ফুলের ঢেউঅতি সহজেই যায় যা চেনা।তার উপরে কালো মেঘ নেইনেই বিজলীর চমক ধমকসেখানে আছে সাদা সাদা মেঘউঁকি দেয় মাঝে সোনালী ঝলক।এখন আর শ্যামা ধান গাছ নেইআছে ধান শিষ সোনালী বর্ণেরমাথার উপর মেঘের ছায়া নেইআছে উজ্জ্বল রোদ স্বর্ণের।এখন যে অলি আর ঘরে নেইউড়ে বেড়াচ্ছে শিউলি বাগেবুলবুলি তার নীড়ে বসে নেইধান খেতে গেছে ভোরের আগে।
Subscribe to:
Posts (Atom)