সদালাপের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য 'সেতুবন্ধন' এবং 'গঠন'।সেতুবন্ধন অর্থাৎ বিভিন্ন বিশ্বাস, মতামত ইত্যাদির মাঝে যোগাযোগ স্থাপন। আর গঠন বলতে বোঝানো হয় বাংলাদেশকে সমৃদ্ধির পথে গড়ে তোলা।
সদালাপ ইসলাম ও মুসলিমদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেয়ার চেষ্টা করে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইসলাম নিয়ে ভুল ধারণা নিরসনের জন্য সদালাপ নিরন্তর কাজ করে যাচ্ছে ও যাবে। এখানে সব ধরণের জ্ঞান আহরণের উদ্দেশ্যে প্রশ্ন করাকে উৎসাহিত করা হয়, অথচ কোন বিশ্বাস, ধর্ম, বা কোন মতামতের প্রতি কুৎসিত ভাষায় আক্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
সদালাপের মূল শক্তি এর লেখক ও পাঠক। এটি নিছক একটি ব্লগ না বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তার মনের যুক্তিপূর্ণ ও শালীন কথাগুলো পাঠকের উদ্দেশ্যে রেখে যেতে পারেন, যা বছরের পর বছর মানুষকে চিন্তার খোরাক যোগাবে।
অন্যকে শোনা ও বুঝতে চাওয়া সদালাপের একটি কোর ভ্যালু। আমরা মনে করি অর্থবহ পরিবর্তনের জন্য সময় প্রয়োজন। এজন্য সদালাপে আমরা ধৈর্য ও অধ্যাবসায় কে উৎসাহিত করি। সদালাপ একটি প্যাসান- এর সমৃদ্ধির জন্য আমরা বুদ্ধি-পরামর্শ সহ সকল প্রকার সাহায্য গ্রহণ করি, টাকা বাদে।
সদালাপ ইসলাম ও মুসলিমদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেয়ার চেষ্টা করে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইসলাম নিয়ে ভুল ধারণা নিরসনের জন্য সদালাপ নিরন্তর কাজ করে যাচ্ছে ও যাবে। এখানে সব ধরণের জ্ঞান আহরণের উদ্দেশ্যে প্রশ্ন করাকে উৎসাহিত করা হয়, অথচ কোন বিশ্বাস, ধর্ম, বা কোন মতামতের প্রতি কুৎসিত ভাষায় আক্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
সদালাপের মূল শক্তি এর লেখক ও পাঠক। এটি নিছক একটি ব্লগ না বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তার মনের যুক্তিপূর্ণ ও শালীন কথাগুলো পাঠকের উদ্দেশ্যে রেখে যেতে পারেন, যা বছরের পর বছর মানুষকে চিন্তার খোরাক যোগাবে।
অন্যকে শোনা ও বুঝতে চাওয়া সদালাপের একটি কোর ভ্যালু। আমরা মনে করি অর্থবহ পরিবর্তনের জন্য সময় প্রয়োজন। এজন্য সদালাপে আমরা ধৈর্য ও অধ্যাবসায় কে উৎসাহিত করি। সদালাপ একটি প্যাসান- এর সমৃদ্ধির জন্য আমরা বুদ্ধি-পরামর্শ সহ সকল প্রকার সাহায্য গ্রহণ করি, টাকা বাদে।
No comments:
Post a Comment