তোমার জন্য
জানো
 মাঝে মাঝে যখন আমার মন খারাপ হয় তোমার জন্য ,, তখন আমি একা একা ভাবি কেন 
তোমাকে এত ভালবাসতে গেলাম ,,আসলে তুমি যত দিন আমার জীবনে ছিলে আমি ভাবতাম 
তুমি আমাকে ছেড়ে গেলেও হয়তো ফিরে আসবে ,, ভাবতাম শত কষ্ট এর পরও তুমি 
আমাকে ছেড়ে যাবে না ,, কিন্তু আমার ভাবনা গুলো ভুল ,, তাই না ,, তুমি ফিরে
 আসার জন্য চলে যাওনি ,, জানো আমিও কেমন জানি তোমার মত বদলে গেছি ,,তাই তো 
তোমাকে কাছে পাওয়ার ইচ্ছাটা আমার আর করে না ,, সব স্মৃতিগুলো শুধু ভুলতে 
চাচ্ছি ,, শুধু কষ্ট হয় এই ভেবে আমার স্বপ্নগুলো কে কেন তোমার স্বপ্নগুলোর
 সাথে মেলাতে গেলাম ,, আবার মাঝে মাঝে ভাবি আর তুমিই বা কেন তোমার সুখগুলো 
কে বিসর্জন দিবে আমার জন্য ,, আজ অনেক দিন পর কেন জানি মনে হচ্ছে আমি বলে 
কিছু ছিলাম তোমার জীবনে ,,হয়তো ছিলাম না,, তাই তো স্বপ্ন আর ভালোবাসার ফল 
ভোগ করছি ,, শুধু বলবো আমাকে ভুলে যদি তুমি সুখে থাক, তবেই ধরে নিব এটাই 
আমার প্রাপ্তি,,!! পূরণ না হওয়া আমার স্বপ্নগুলো স্বপ্নই হয়ে থাক ,,,,
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment