![]() জানা গেছে, অভিনয় জীবন শুরুর আগে দিল্লীতে একটি থিয়েটার গ্রুপে অভিনয় করতেন শাহরুখ। আর সেসময় একইসঙ্গে দিব্য শেঠ নামের একজনের সাথে পরিচয় হয় শাহরুখের। আর সেই থেকেই দিব্য শাহরুখের সবচেয়ে ভালো বন্ধুত্বের আসনে জায়গা নিয়েছেন। কারণ বলিউড বাদশাহ হতে দিল্লীর সেই ছোট্ট থিয়েটারের বান্ধবীর অবদানও যে কম নয় শাহরুখের জীবনে। আর তাই পঞ্চাশোর্ধ শাহরুখ চারপাশে হাজারো বন্ধু-বান্ধব থাকলেও এখনো বলে উঠতে পারেন, দিব্য শুধু আমার একজন ভালো বন্ধুই নয়, আমার অভিনয় জীবনের প্রথম মেন্টরও! দিব্য শেঠ, ১৯৮৯ সালে যাকে ‘অ্যানি গেভ ইট টু দোজ ওয়ানস’ দেখা গিয়েছিল। এবং সেই সময়ে টিভি শো ‘দেখ ভাই দেখ’ এবং ‘হাম লোগ’-এ তাকে দেখা যেত। শাহরুখ খান যখন অভিনয় করতে দিল্লীর ‘ব্যারি জন’স থিয়েটার গ্রুপে যোগ দিয়েছিলেন তখন দিব্যর সাথে প্রথম পরিচয় হয়েছিল তার। দিব্যও সে থিয়েটারেই কাজ করত। পরবর্তীতে তারা দু’জন লেখ টেন্ডন, দিল দরজা নামের দু’টি সিরিয়ালেও একসাথে কাজ করার সুযোগ পেয়েছিল। টুইটে সেই বান্ধবীর সাথে একটি ছবি পোস্ট করে শাহরুখ লেখেন, আমার সবচেয়ে কাছের বন্ধু দিব্য, যে আমাকে অভিনয়টা শিখিয়েছে। আমি তার থেকে ভালো ছাড়া কখনোই মন্দ কিছু শিখিনি। শাহরুখ খান এখন মহা তারকা! কিন্তু তার প্রথম জীবনের কথা ভুলে যাননি, ভুলে যাননি তার অভিনয়ের সেই শুরুর পথে যিনি তাকে অনুপ্রাণিত করতেন। যার অনুপ্রেরণা আজও তার সঙ্গে আছে, এবং তিনি সেই বান্ধবীর কথা এখনো কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। |
Thursday, December 24, 2015
প্রথম জীবনের কথা ভুলে যাননি শাহরুখ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment