Pages

Thursday, December 24, 2015

প্রথম প্রেম-তাহসান


হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে। এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি ছিল যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নেবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।।
ছবি- আজিম এলাহী
(প্রিয়.কম) জীবনের প্রথম পুরুষ প্রত্যেক নারীর জীবনেই একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম প্রেম, প্রথম শারীরিক অভিজ্ঞতা, প্রথম ভালোবাসার সেই তীব্র আকর্ষণ আর উচ্ছসিত অনুভবকে বাকি জীবন ভুলতে পারেন না কোন নারীই। এখন হয়তো তিনি খুব চমৎকার একজন পুরুষের সাথে আছেন, কিন্তু জীবনের প্রথম পুরুষের ছায়া সারাটা জীবন নারীর মনে-মস্তিষ্কে থেকেই যায়। কারণ প্রথম প্রেমের সেই দারুণ অনুভব যে আর কখনো ফিরে আসে না জীবনে। এবং বলাই বাহুল্য যে অধিকাংশ ক্ষেত্রেই প্রথম প্রেমটি হয় ব্যর্থ। তাই সেটার স্মৃতি যেন পীড়া দেয় আরও বেশি।
প্রথম পুরুষকে নিয়ে আসলে কী ভাবেন নারীরা? জেনে নিন এমন ১৫টি কথা, যা নিজের প্রথম পুরুষকে বলতে চান প্রায় সকল নারীই।
১) ভালোবাসা কী, সেটা তুমিই প্রথম শিখিয়েছ।
২) তোমাকে হারাবার বেদনা ভুলতে পারিনি বহুকাল।
৩) একটা সময় ছিল, যখন তোমাকেই মনে হতো পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় পুরুষ!
৪) এখন কোথায় আছো তুমি? কেমন আছো?
৫) আমার পর কে এসেছিল তোমার জীবনে? বিয়ে করেছো?
৬) তোমার জীবনের প্রেমিকাদের মাঝে আমার অবস্থান কোথায়?
৭) ভালোবাসা হারাবার কষ্ট কত ভয়ানক, সেই অভিজ্ঞতাও তোমার কাছ থেকে পাওয়া।
৮) ভাগ্যিস আমাদের সম্পর্ক টেকেনি (কারণ এটার চাইতে বড় ভুল আর কিছুই হতো না)!
৯) অল্প বয়সে মানুষ কত ধরণের ভুল করে, সেটার উদাহরণ আমাদের সম্পর্ক।
১০) তোমার কি কখনো মনে পড়ে আমাকে?
১১) তোমার স্ত্রী কি আমার চাইতেও বেশি সুন্দরী?
১২) আমি কখনোই তোমাকে ভুলিনি, ভুলে যাওয়ার ভান করেছি কেবল।
১৩) তোমার চাইতে বহুগুণে সেরা একজন পুরুষ এখন আমার সঙ্গী।
১৪) তুমি ভুল মানুষ ছিলে বলেই চিনতে শিখেছি সঠিক মানুষকে।
১৫) মাঝে মাঝে এখনো খুব কষ্ট হয় অতীত মনে করে...
- See more at: http://www.priyo.com/2015/01/27/l130372.html#sthash.WZJkP5n4.dpuf

ছবি- আজিম এলাহী
(প্রিয়.কম) জীবনের প্রথম পুরুষ প্রত্যেক নারীর জীবনেই একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম প্রেম, প্রথম শারীরিক অভিজ্ঞতা, প্রথম ভালোবাসার সেই তীব্র আকর্ষণ আর উচ্ছসিত অনুভবকে বাকি জীবন ভুলতে পারেন না কোন নারীই। এখন হয়তো তিনি খুব চমৎকার একজন পুরুষের সাথে আছেন, কিন্তু জীবনের প্রথম পুরুষের ছায়া সারাটা জীবন নারীর মনে-মস্তিষ্কে থেকেই যায়। কারণ প্রথম প্রেমের সেই দারুণ অনুভব যে আর কখনো ফিরে আসে না জীবনে। এবং বলাই বাহুল্য যে অধিকাংশ ক্ষেত্রেই প্রথম প্রেমটি হয় ব্যর্থ। তাই সেটার স্মৃতি যেন পীড়া দেয় আরও বেশি।
প্রথম পুরুষকে নিয়ে আসলে কী ভাবেন নারীরা? জেনে নিন এমন ১৫টি কথা, যা নিজের প্রথম পুরুষকে বলতে চান প্রায় সকল নারীই।
১) ভালোবাসা কী, সেটা তুমিই প্রথম শিখিয়েছ।
২) তোমাকে হারাবার বেদনা ভুলতে পারিনি বহুকাল।
৩) একটা সময় ছিল, যখন তোমাকেই মনে হতো পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় পুরুষ!
৪) এখন কোথায় আছো তুমি? কেমন আছো?
৫) আমার পর কে এসেছিল তোমার জীবনে? বিয়ে করেছো?
৬) তোমার জীবনের প্রেমিকাদের মাঝে আমার অবস্থান কোথায়?
৭) ভালোবাসা হারাবার কষ্ট কত ভয়ানক, সেই অভিজ্ঞতাও তোমার কাছ থেকে পাওয়া।
৮) ভাগ্যিস আমাদের সম্পর্ক টেকেনি (কারণ এটার চাইতে বড় ভুল আর কিছুই হতো না)!
৯) অল্প বয়সে মানুষ কত ধরণের ভুল করে, সেটার উদাহরণ আমাদের সম্পর্ক।
১০) তোমার কি কখনো মনে পড়ে আমাকে?
১১) তোমার স্ত্রী কি আমার চাইতেও বেশি সুন্দরী?
১২) আমি কখনোই তোমাকে ভুলিনি, ভুলে যাওয়ার ভান করেছি কেবল।
১৩) তোমার চাইতে বহুগুণে সেরা একজন পুরুষ এখন আমার সঙ্গী।
১৪) তুমি ভুল মানুষ ছিলে বলেই চিনতে শিখেছি সঠিক মানুষকে।
১৫) মাঝে মাঝে এখনো খুব কষ্ট হয় অতীত মনে করে...
- See more at: http://www.priyo.com/2015/01/27/l130372.html#sthash.WZJkP5n4.dpuf

হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে

তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি ছিল যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।

মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নেবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।।
শিল্পীঃ তাহসান

No comments:

Post a Comment