আজকে আমরা দেখব গতকালের তৈরি করা চার্ট এ কিভাবে ডাটা অ্যাড করা যায়।
***প্রথমে, Microsoft access ওপেন করুন।
***তারপর। file>open এ ক্লিক করুন।
***তারপর, আগের টিউন এ বানানো ফাইল মানে techtunes এ একবার ক্লিক করে open এ ক্লিক করুন।
***এবার, একটি security warning বক্স আসবে তাতে open এ ক্লিক করুন।
***তারপর, techtunes1 লেখা আইকন এ double click করে ওপেন করুন।
***এবার, দেখবেন একটি table আসবে। তাতে প্রয়োজনীয় ডাটা পূর্ণ করুন।
আমি এখানে, আমি প্রথমে serial এর ঘরে 01 লিখেছি, তারপর, name এর ঘরে প্রবাসী ,তারপর, position এর ঘরে 05 , quality তে excellent , তারপর, favourite এর ঘরে software লিখেছি।
একইভাবে, পরের কলাম এ 02 , জাকির , 06 , excellent , soft & tutorial লিখুন।
এরপরের কলাম এ 03 , হাসান জোবায়ের , 13 , excellent , soft &tricks লিখুন।
এবার, লিখুন, 04 , মাইক্রোহ্যাকার আলমাস , 14 , excellent , haching .
এরপর, লিখুন, 05 , সাইফুল ইসলাম , 17 , excellent , mobile .
তারপর, o6 , mithu , 33 , excellent , tutorial লিখুন।
এবার, লিখুন , 07 , আমিনুল , 35 , excellent , soft & tricks .
***তারপর, cross বাটন এ ক্লিক করুন। ভয় পাবেন না আপনার কোন ডাটা হারিয়ে যায়নি, সব automatically সেভ হয়ে গেছে।
***আপনি এতক্ষন যা লিখলেন তা techtunes1 লেখা আইকন এ সেভ হয়ে গেছে।
কেমন হয়েছে জানাবেন। আশা করি আপনাদের বুজতে কোন সমস্যা
হয় নাই।