Pages

Monday, March 7, 2016

Microsoft access part-2

আজকে আমরা দেখব গতকালের তৈরি করা চার্ট এ কিভাবে ডাটা অ্যাড করা যায়।
***প্রথমে, Microsoft access ওপেন করুন।
***তারপর। file>open এ ক্লিক করুন।
***তারপর, আগের টিউন এ বানানো ফাইল মানে techtunes  এ একবার ক্লিক করে open এ ক্লিক করুন।
***এবার, একটি security warning বক্স আসবে তাতে open  এ ক্লিক করুন।
***তারপর, techtunes1  লেখা আইকন এ double click করে ওপেন করুন।
***এবার, দেখবেন একটি table  আসবে। তাতে প্রয়োজনীয় ডাটা পূর্ণ করুন।
আমি এখানে, আমি প্রথমে serial এর ঘরে 01  লিখেছি, তারপর, name এর ঘরে প্রবাসী ,তারপর, position  এর ঘরে 05 , quality  তে  excellent , তারপর, favourite  এর ঘরে software লিখেছি।
একইভাবে, পরের কলাম এ  02 , জাকির , 06 , excellent , soft &  tutorial  লিখুন।
এরপরের কলাম এ 03 , হাসান জোবায়ের , 13 , excellent , soft &tricks লিখুন।
এবার, লিখুন, 04 , মাইক্রোহ্যাকার আলমাস , 14 , excellent , haching .
এরপর, লিখুন, 05 , সাইফুল ইসলাম , 17 , excellent , mobile .
তারপর, o6 , mithu , 33 , excellent , tutorial লিখুন।
এবার, লিখুন , 07 , আমিনুল , 35 , excellent , soft & tricks .
***তারপর, cross বাটন এ ক্লিক করুন। ভয় পাবেন না আপনার কোন ডাটা হারিয়ে যায়নি, সব automatically সেভ হয়ে গেছে।
***আপনি এতক্ষন যা লিখলেন তা techtunes1 লেখা আইকন এ সেভ হয়ে গেছে।
কেমন হয়েছে জানাবেন। আশা করি আপনাদের বুজতে কোন সমস্যা
হয় নাই।

মাইক্রোসফট অ্যাক্সেস-----1

***মাইক্রোসফট অ্যাক্সেস এর কাজ হল যেমন ধরেন আপনি একটা স্কুল এ চাকরি করেন।সেখানে আপনার একটা চার্ট বানাতে হবে,যেখানে একটা ক্লাস এর সবার নাম থাকবে,অবস্থান , বাসার address থাকবে। এখানে আপনার Microsoft access কাজে লাগবে।এছাড়া, অফিস, ব্যাংক,নানা প্রতিস্থানে এটা কাজে লাগবে।

আসুন শুরু করে দেই।

***প্রথমে, Microsoft access ওপেন করুন।
***এরপর, file>new তে ক্লিক করুন।
***তারপর, blank database এ ক্লিক করুন।
***তারপর, file name লিখুন techtunes, এরপর, create এ ক্লিক করুন।
***এবার, tables এ একবার ক্লিক করে new তে ক্লিক করুন।
***তারপর, design view তে ক্লিক করে ok ক্লিক করুন।
***দেখুন,একটি চার্ট এসেছে। এবার চার্ট এ field name এর নিচের ঘরে serial লিখে একবার tab বাটনটি চাপুন। তারপর, নিচের দিকে arrow তে ক্লিক করে textসিলেক্ট করুন। আরেকবার, tab চাপুন। দেখবেন, মাউস এর কার্সর description এর ঘরে যাবে।কিছু না লিখে আবার tab চাপুন।দেখবেন, মাউস প্রথম ঘরে এসেছে।
***তারপর, আগের মত field এর ঘরে name লিখে data type এ  text সিলেক্ট করুন।তারপর, description ফাঁকা রাখুন।এরপর, field এ গিয়ে positionলিখে data type এ  number সিলেক্ট করুন।
***তারপর, আবার field এ quality লিখে text সিলেক্ট করুন।এরপর, favourite লিখে text সিলেক্ট করুন।
***এবার, serial লেখা ঘরে মাউস দিয়ে একবার ক্লিক করুন।
***তারপর, primary key বাটন এ একবার ক্লিক করুন।
***তারপর, file>save এ ক্লিক করুন।
***এবার, techtunes1 লিখে save এ ক্লিক করুন।
***এখন, close বাটন এ ক্লিক করুন।
***দেখুন, techtunes1 নামে একটি icon তৈরি হয়ে গেছে।আমাদের পরের কাজ এখান থেকে শুরু হবে।
জানিনা আপনারা বুজতে পেরেছেন কিনা।যদি কোন কিছু না বুঝেন তবে আমাকে জানান।আমি চেষ্টা করব।