Pages

Monday, January 4, 2016

প্রেম করমু, প্রেমিকা চাই!

(১) চেয়েছিলাম তোমার থেকে সত্যিকারের ভালবাসা।, আড্ডা – গল্প – ভালবাসা, দুষ্টমি,ভালবাসা ও কিছু আবেগের গল্প, ভালবাসা ও ভালবাসার মানুষের গল্প, বেদনা ভড়া মুহুর্ত ভালবাসা এবং কিছু আবেগের গল্প, একটি জীবনের।
(২) আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা তোমার জন্য নয়। আমি তোমাকে ভালোবাসি, কারন তোমার সাথে থাকা অবস্থায় আমি নিজেকে ভালোবাসি।
আমার স্বপ্ন গুলো কেন এমন দূর স্বপ্ন হয়
এই মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়
আমার কবিতা গুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার সৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়।

No comments:

Post a Comment