সুন্দরী মেয়েদের খুশি করার ৫ উপায়
সুন্দরী মেয়েদের খুশি করার ৫ উপায়
 এক্সক্লুসিভ ডেস্ক: অনেকেই বলে থাকে মেয়েদের 
নাকি মন বোঝা যায় না। তারা কখন কি চায় তা তারা নিজেই জানে না। অনেকেই বলে 
থাকেন ‘নারী’ শব্দটির মধ্যেপৃথিবীর সমস্ত রহস্যই যেন লুকিয়ে আছে। মেয়েরা 
সাধারণত ভিন্ন বৈচিত্র্য এবং ভিন্ন রূপের হয়ে থাকে। কিন্তু ভালোবাসার 
মানুষের কাছ থেকে সব মেয়েরই প্রত্যাশা থাকে একই রকম। যেমন এমন অনেক কথা আছে
 যেগুলো নারীরা পুরুষদের মুখ থেকে শুনতে ভীষণ পছন্দ করেন। তাই মেয়েদের 
বিশেষ করে সুন্দরী মেয়েদের খুশি করার জন্য সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য শিখে 
নিন।
১.তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে:
এটা খুবই সাধারণ একটি কথা যা প্রতিটি নারী তাদের আকাঙ্খিত পুরুষদের কন্ঠ 
থেকে শুনতে পছন্দ করেন। সেই নারী হোক সুন্দর বা অসুন্দর তবু এই কয়েকটি শব্দ
 তাদের সুমধুর মনে হয়। 
২.তুমি আমার জীবনের প্রথম প্রেম:
প্রতিটি মেয়েই চাই তার ভালোবাসার মানুষটি তাকে অনেক বেশি ভালোবাসে এবং তাকে
 ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে যেন সে না তাকায়। তাই পুরুষ সঙ্গীটির মুখে 
একজন নারী শুনতে চান যে ‘তুমি আমার জীবনের প্রথমনারী’ এই বাক্যটি। সেটি যদি
 মিথ্যাও হয়ে থাকে তারপরও তার কাছে সেটি চরম সত্যি কথা।
৩. তুমি আমার জীবনে আছো বলে আমি সবচেয়ে সুখী মানুষ:
আপনার জীবন সঙ্গীটি যখন এই ধরনের কথা আপনাকে বলে তখন স্বাভাবিকভাবে আপনার 
মাঝে একটা গর্ববোধ হতে থাকে। এটিও একজন নারীর শুনতে পৃথিবীর শ্রেষ্ঠ 
বাক্যগুলোর মধ্যে একটি।
৪.তুমি কি আমার সাথে তোমার সারাটিজীবন কাটাবে: ভিন্ন সত্ত্বার মানুষগুলোর 
জীবন সঙ্গীকে প্রপোজ করার পদ্ধতিও ভিন্ন হয়ে থাকে। একজন নারী 
বৈচিত্র্যপূর্ণভাবে প্রপোজে বেশি খুশি হয়। তার মধ্যে এটি একটি যেমন তুমি কি
 আমার সাথে তোমার সারাটিজীবন কাটাবে?এ ধরনের বাক্যেও একজন নারী অনেক বেশি 
খুশি হয়ে থাকেন।
৫.  কোনো একটা বিষয়ে যদি পুরুষ সঙ্গীটি জিজ্ঞাসা করে বা জানতে চায় যে এই 
বিষয়টি সম্পর্কে তুমি কি মনে কর বা কোনো একটা বিষয় সম্পর্কে যদি তার মতামত 
জিজ্ঞাসা করে তাহলে নারীটি ভীষণ খুশি হয়ে থাকে। তারা ভাবেন যে তাদের 
মতামতেরওমূল্য দিচ্ছেন তারপুরুষ সঙ্গীটি।
                                                    
                            এক্সক্লুসিভ ডেস্ক: অনেকেই বলে থাকে মেয়েদের 
নাকি মন বোঝা যায় না। তারা কখন কি চায় তা তারা নিজেই জানে না। অনেকেই বলে 
থাকেন ‘নারী’ শব্দটির মধ্যেপৃথিবীর সমস্ত রহস্যই যেন লুকিয়ে আছে। মেয়েরা 
সাধারণত ভিন্ন বৈচিত্র্য এবং ভিন্ন রূপের হয়ে থাকে। কিন্তু ভালোবাসার 
মানুষের কাছ থেকে সব মেয়েরই প্রত্যাশা থাকে একই রকম। যেমন এমন অনেক কথা আছে
 যেগুলো নারীরা পুরুষদের মুখ থেকে শুনতে ভীষণ পছন্দ করেন। তাই মেয়েদের 
বিশেষ করে সুন্দরী মেয়েদের খুশি করার জন্য সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য শিখে 
নিন।
১.তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে:
এটা খুবই সাধারণ একটি কথা যা প্রতিটি নারী তাদের আকাঙ্খিত পুরুষদের কন্ঠ 
থেকে শুনতে পছন্দ করেন। সেই নারী হোক সুন্দর বা অসুন্দর তবু এই কয়েকটি শব্দ
 তাদের সুমধুর মনে হয়। 
২.তুমি আমার জীবনের প্রথম প্রেম:
প্রতিটি মেয়েই চাই তার ভালোবাসার মানুষটি তাকে অনেক বেশি ভালোবাসে এবং তাকে
 ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে যেন সে না তাকায়। তাই পুরুষ সঙ্গীটির মুখে 
একজন নারী শুনতে চান যে ‘তুমি আমার জীবনের প্রথমনারী’ এই বাক্যটি। সেটি যদি
 মিথ্যাও হয়ে থাকে তারপরও তার কাছে সেটি চরম সত্যি কথা।
৩. তুমি আমার জীবনে আছো বলে আমি সবচেয়ে সুখী মানুষ:
আপনার জীবন সঙ্গীটি যখন এই ধরনের কথা আপনাকে বলে তখন স্বাভাবিকভাবে আপনার 
মাঝে একটা গর্ববোধ হতে থাকে। এটিও একজন নারীর শুনতে পৃথিবীর শ্রেষ্ঠ 
বাক্যগুলোর মধ্যে একটি।
৪.তুমি কি আমার সাথে তোমার সারাটিজীবন কাটাবে: ভিন্ন সত্ত্বার মানুষগুলোর 
জীবন সঙ্গীকে প্রপোজ করার পদ্ধতিও ভিন্ন হয়ে থাকে। একজন নারী 
বৈচিত্র্যপূর্ণভাবে প্রপোজে বেশি খুশি হয়। তার মধ্যে এটি একটি যেমন তুমি কি
 আমার সাথে তোমার সারাটিজীবন কাটাবে?এ ধরনের বাক্যেও একজন নারী অনেক বেশি 
খুশি হয়ে থাকেন।
৫.  কোনো একটা বিষয়ে যদি পুরুষ সঙ্গীটি জিজ্ঞাসা করে বা জানতে চায় যে এই 
বিষয়টি সম্পর্কে তুমি কি মনে কর বা কোনো একটা বিষয় সম্পর্কে যদি তার মতামত 
জিজ্ঞাসা করে তাহলে নারীটি ভীষণ খুশি হয়ে থাকে। তারা ভাবেন যে তাদের 
মতামতেরওমূল্য দিচ্ছেন তারপুরুষ সঙ্গীটি। 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment